মহীনের ঘোড়াগুলি - অন্যদের কলমে


"মহীনের ঘোড়াগুলি যেতে চায় সেই বেধড়ক সূর্যে যার নখ ছিঁড়ে খাবে চাঁদ ভৈরব সকালে..."



মহীনের ঘোড়াগুলি সম্বন্ধে, খুব সম্ভবত, সর্বপ্রথম মূল্যায়ণ। দীপক মজুমদারের এই প্রবন্ধ ঠাঁই পেয়েছিল ১৯৭৭ (মিনিবইতে উল্লিখিত ১৯৭৫ সালটি তথ্যভ্রান্তি) সালের কৃত্তিবাস পত্রিকায়। যা পরে মিনিবইতে পুনঃপ্রকাশিত হয় ১৯৯৫ সালে।

আরও পড়তে হলে: "মহীনের ঘোড়াগুলি" - দীপক মজুমদার | আবার বছর কুড়ি পরে মিনি বই (১৯৯৫)


*

ঠিক কোনগুলো মহীনের ঘোড়াগুলির গান? আর কোনগুলোই বা 'মহীনের ঘোড়াগুলি সম্পাদিত'? মহীনের সাথে সম্পর্কহীন গানগুলোকে কেন আজ লোকে চেনে মহীনের নামে? এই বিভ্রান্তির উত্তর খুঁজছেন জয়জিৎ লাহিড়ী।


আরও পড়ুন, এখানে: 'মিথ ও মিথোজীবিতার অজানা কাহিনী' - জয়জিৎ লাহিড়ী | সংবাদ প্রতিদিন, ১৩ জুলাই, ২০১৪

*

"Did you know that he had a lethal left hook?... he was a good boxer."
"He also loved snakes and could catch them live..."
"He was brilliant at dissection. All of us thought he'd become a doctor..."



টুকরো টুকরো স্মৃতিকথায় অজানা গৌতম।

আরও পড়ুন, এখানে:
1. 'Song of the Stallion' - Satadru Ojha | The Times of India, 21 June, 2009
2.  'The Man with the Midas Touch' | The Times of India, 21 June, 2009

*

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন