মহীনের ঘোড়াগুলি - ডিসকোগ্রাফি

প্রতিটি অ্যালবাম ও তার গান সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন নামের উপর ক্লিক করে। 
  
১. স্টুডিও অ্যালবাম

১৯৭৭- সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক
লেবেল- হিন্দুস্তান রেকর্ডস


**********

১৯৭৯- দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি
লেবেল- ভারতী রেকর্ডস



২. কোলাবরেশন অ্যালবাম

১৯৯৫- আবার বছর কুড়ি পরে
("মহীনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গান")
লেবেল- আশা অডিও

গান- "পড়াশোনার জলাঞ্জলি ভেবে" (লক্ষীছাড়া) | "ধাঁধার থেকে জটিল তুমি" (গড়ের মাঠ) | "কথা দিয়া বন্ধু" (অনুপ বিশ্বাস, বাদল সরকার) | "এলো কি এ অসময়" (অন্তরা চৌধুরী) | "গঙ্গা" (ঋতুপর্ণা দাস, চন্দ্রিমা মিত্র, পরমা বন্দ্যোপাধ্যায়, প্রবীর দাস) | "আমি ডান দিকে রই" (সুরজিৎ চট্টোপাধ্যায়) | "আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি" (দিব্য মুখোপাধ্যায়) | "পৃথিবীটা নাকি ছোট হতে হতে" (ক্রস উইন্ডস)

**********


১৯৯৬- ঝরা সময়ের গান
("মহীনের ঘোড়াগুলি সম্পাদিত")
লেবেল- আশা অডিও

গান- "মানুষ চেনা দায়" (সুব্রত ঘোষ, বনি) | "সংবিগ্ন পাখিকূল" (বনি) | গান-মালা: (ক) "কীসের এত তাড়া" (ঋতুপর্ণা দাস, চন্দ্রিমা মিত্র) / (খ) "গাইব শুধু গান" (সুব্রত ঘোষ, বনি, ঋতুপর্ণা দাস, চন্দ্রিমা মিত্র) / (গ) "কে কে যাবি রে" (সুব্রত ঘোষ, বনি, ঋতুপর্ণা দাস, চন্দ্রিমা মিত্র) / (ঘ) "বিনীতা কেমন আছ?" (নীল মুখোপাধ্যায়) | "সারা রাত" (সুব্রত ঘোষ, বনি, নীল মুখোপাধ্যায়) | "সেই ফুলের দল" (ঋতুপর্ণা দাস, চন্দ্রিমা মিত্র) | ময়মনসিংহ গীতিকা (অনুপ বিশ্বাস, বাদল সরকার) | "তোমায় দিলাম" (সুব্রত ঘোষ) | "আমার প্রিয়া কাফে" (গৌতম চট্টোপাধ্যায়)

**********


১৯৯৭- মায়া
("মহীনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গান")
লেবেল- আশা অডিও

গান- "হায় ভালোবাসি" (রাজা, বনি, ঋতুপর্ণা দাস, গৌতম চট্টোপাধ্যায়) | "যখন ধোঁয়া মেঘে" (সুব্রত ঘোষ) | "দিশেহারা যে মোর মন" (ঋতুপর্ণা দাস) | "দক্ষিণ খোলা জানলা" (ঋতিকা সাহানি, দেবজ্যোতি মিশ্র) | "কত কি করার আছে বাকি" (বনি) | "এই মুহূর্তে" (রাজা, গৌতম চট্টোপাধ্যায়, বনি) | "এ কী কথা শুনি হায়" (লক্ষীছাড়া) | "ভিক্ষেতে যাবো" (নীল মুখোপাধ্যায়) | "টেলিফোন" (গৌতম চট্টোপাধ্যায়) | "যাও ছেড়ে চলে" (বনি)


**********


১৯৯৯- ক্ষ্যাপার গান
("মহীনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গান")
লেবেল- আশা অডিও

"শোন সুধীজন" (ক্রস উইন্ডস) | "ক্রিকেট" (অর্ণব চট্টোপাধ্যায়) | "সাততলা বাড়ি" (প্রদীপ চট্টোপাধ্যায়) | "বাঙ্গালি করেছে ভগবান" (গৌতম চট্টোপাধ্যায়) | "ঘরে ফেরার গান" (চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়) | "তাকে যত তাড়াই দূরে" (তাপস দাস) | "সবাই তো ইনসান" (অনুপ বিশ্বাস, বাদল সরকার) | "তাই জানাই গানে" (অরুণেন্দু দাস) | "পাখিদের সুরে গান" (ক্রস উইন্ডস)


*গায়ক-গায়িকার নাম ব্র্যাকেটে উল্লেখ করা হয়েছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন