মহীনের ঘোড়াগুলি - ভিডিও


গৌতম চট্টোপাধ্যায়ের স্মৃতিতর্পণে মহীনের ঘোড়াগুলি। Moheener Ghoraguli Remembers Goutam Chattopadhyay নামে এই ডকুমেন্টারিটিতে গৌতম ও তাঁদের মহীনি বছরগুলি নিয়ে স্মৃতিচারণা করেছেন রঞ্জন ঘোষাল, প্রদীপ চট্টোপাধ্যায়, তাপস দাস, রাজা বন্দ্যোপাধ্যায়, অ্যাব্রাহাম মজুমদার ও বিশ্বনাথ চট্টোপাধ্যায়। ভিডিওটি প্রযোজনা করেছেন বিশ্বনাথ চট্টোপাধ্যায় ওরফে বিশু।




 কৃতজ্ঞতা: বিশু চ্যাটার্জি 

*

মহীনের ঘোড়াগুলির ২৭ টি গানের একটি প্লেলিস্ট, সূত্র ইউটিউব। শুনতে নীচে ক্লিক করুন:


 কৃতজ্ঞতা: Nuvam Masum Jujuly, anindya8q, Avik Roy Chowdhury, Dhurjati Bhattacharjee ও  iamromi1234

*

১৯৮৩ সালে গৌতম চট্টোপাধ্যায় পরিচালিত নাগমতী ছবিটি শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে রাষ্ট্রপতির পুরস্কার পায়। এই ছবির জন্যই তৈরি হয়েছিল "দরিয়ায় আইল তুফান" গানটি, গেয়েছিলেন পবন দাস বাউল। পপুলার মিডিয়ামের জন্য বানানো একটি গান কীভাবে ফোক স্ট্যান্ডার্ড হয়ে ওঠে, "দরিয়া" তারই এক উদাহরণ। অরিজিনাল সাউন্ডট্র্যাক থেকে সেই গানটি:


"দরিয়ায় আইল তুফান"

কৃতজ্ঞতা: সন্দীপ বিশ্বাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন