মহীনের ঘোড়াগুলি - নিজেদের কলমে

   পরিচয়   |   ডিসকোগ্রাফি   |   গান   |   ভিডিও   |   সাক্ষাৎকার   |   নিজেদের কলমে   |   অন্যদের কলমে 
"মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল মণিদা সেদিন। আর সে রাতেই বাড়ি ছেড়ে যাবার সময় মণিদা গ্রেফতার হয়। মোট তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। শুনেছি একজনকে 'এনকাউন্টার' করে দিয়েছিল।"


এবেলা-র জন্য লিখলেন দুই ঘোড়া প্রদীপ চট্টোপাধ্যায় আর রঞ্জন ঘোষাল। স্মৃতিচারণা করলেন গৌতম বন্ধু দিব্য মুখোপাধ্যায়-ও।

আরও পড়ুন, এখানে: 'আবার বছরচল্লিশ পরে' - প্রদীপ চট্টোপাধ্যায় | রবিবেলা, ৬ এপ্রিল, ২০১৪


*
"তো এখন নাকি একটা গুজোরব উঠেছে যে মহীনের ঘোড়াগুলি বেড়ে গাইতো। মহীন পার্টি শোনে আর হাসে। ভ্যাক করে কেঁদেও ফেলে সংস্কার বশে দু এক জনা..."



লিখেছেন রঞ্জন ঘোষাল।

আরও পড়ুন, এখানে: "মহীনি গান" - রঞ্জন ঘোষাল | আবার বছর কুড়ি পরে মিনি বই (১৯৯৫)


*

"মহীনের ঘোড়াগুলির মোহিনী গান... এই গান শুনলে বাতব্যাধি সারে, মামলায় জিত হয়, ফেল করা ছেলে পরীক্ষায় পাশ হয়, ব্যবসায়ে দেখা যায় লাভের মুখ, ফুটবলে জয়লাভ..."




রঞ্জন ঘোষালের ফেসবুক পোস্ট থেকে।


আরও পড়ুন, এখানে: "আস্তাবলের গান" - রঞ্জন ঘোষাল | ৭ অগাস্ট, ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন