অরুণেন্দু দাস- অন্যের কলমে


"Arunendu Das (born 1938) (known universally as Arunda) is arguably a pioneer of late 20th century alternative Bengali song-writing..."


২.

"নতুন গানের পশরা নিয়ে অরুণেন্দু দাস কলেজের বাইরে যাওয়ার কথা মুহূর্তের জন্যেও ভাবেন নি। কিন্তু অরুণেন্দুর এই গানগুলি কলেজের কিছু কিছু ছাত্রকে এতটাই অনুপ্রাণিত করেছিল যে, পঞ্চাশ বছর বাদেও কাউকে কাউকে সেইসব গান ভাঙ্গা ভাঙ্গা গলায় দেশেবিদেশে গাইতে শুনেছি..."


 
৩. 

"শুরুটাই অসাধারণ। "ভালো যে বাসি" সেই কথা যতই ভাষায় প্রকাশ করে জানাতে চাই, ঠিক ততই, প্রকাশ করতে করতেই যেন টের পাই যে আসলে মনের ভেতরে যত গভীর ভাব নিয়ে যত গভীর ওজন নিয়ে এই "ভালোবাসি" অনুভূতিটা স্থান নিয়ে ছিলো, ততটা ভাব, ততটা ওজন আর আর থাকছে না। বলে ফেলার পর। আহা! তাহলে কেন বলতে গেলি হতভাগা?..."



৪.


- আর্য শেখর সান্যাল ও প্রতিম বোস, আবার বছর তিরিশ পরে পুস্তিকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন