অরুণেন্দু দাস- ডিসকোগ্রাফি

   পরিচয়   |   ডিসকোগ্রাফি   |   গান   |   ভিডিও   |   সাক্ষাৎকার   |   নিজের কলমে   |   অন্যের কলমে  


প্রতিটি অ্যালবাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নামের উপর ক্লিক করুন।

১. স্টুডিও অ্যালবাম
 
২০০৪- অরুণদার গান
লেবেল- স্টুডিও প্রেস্টো

"দিশেহারা যে মোর মন" । "গানে গানে গল্পে" । "আমার প্রিয়া" । "কুহু কুহু ডাকে"। "কেটে গেছে কত না বছর" । "বল তবুও কি রয়েছে" । "মনে কি পড়ে" । "কেন কাঁদি" । "এসেছে শরৎ" । "মাঝে মাঝে মোরে" ।  "মানবোনা আমি" । "সে ভেবেছিল" । "চুপে চুপে এসো" । "বৃষ্টিধারার গান" । "যাস কোথা তুই" । "দেখেছ কি কভু" । "আমার গিন্নি" । "বেশ তবে যাও" । "কী লাভ কেঁদে" । "জানাতে যত চাই"। "ভোলা যায় সব" । "মাগো তোমায়"
(অরুণেন্দু দাস)

২. কোলাবরেশান অ্যালবাম

১৯৯৫- আবার বছর কুড়ি পরে
লেবেল- আশা অডিও

"গঙ্গা" (ঋতুপর্ণা দাস, চন্দ্রিমা মিত্র, পরমা মুখোপাধ্যায় ও প্রবীর দাস)

**********


১৯৯৬- ঝরা সময়ের গান
লেবেল- আশা অডিও

"কীসের এত তাড়া" (ঋতুপর্ণা দাস ও চন্দ্রিমা মিত্র) । "কে কে যাবি রে" (সুব্রত ঘোষ, বনি, ঋতুপর্ণা দাস ও চন্দ্রিমা মিত্র) । "সারা রাত" (সুব্রত ঘোষ, বনি ও নীল মুখোপাধ্যায়)

**********


১৯৯৭- মায়া
লেবেল- আশা অডিও

"দিশেহারা যে মোর মন" (ঋতুপর্ণা দাস ও চন্দ্রিমা মিত্র) । "ভিক্ষেতেই যাব” (নীল মুখোপাধ্যায়)

**********


১৯৯৮- ক্ষ্যাপার গান
লেবেল- আশা অডিও

"তাই জানাই গানে" (অরুণেন্দু দাস)


(১) সব গানের কথা ও সুর- অরুণেন্দু দাস।
(২) গায়ক-গায়িকার নাম ব্র্যাকেটে উল্লেখ করা হয়েছে।
(৩) অরুণদার গান অ্যালবামের কোনও বাণিজ্যিক প্রকাশ হয় নি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন